Lobsang Khechog

Tibetan Buddhist leader, 63rd Ganden Tripa
The basics

Quick Facts

IntroTibetan Buddhist leader, 63rd Ganden Tripa
PlacesTibet
wasBuddhist monk
Work fieldReligion
Gender
Male
Birth1 January 1736
Death1 January 1792 (aged 56 years)
The details

Biography

ব্লো-ব্জাং-ম্খাস-ম্ছোগ (তিব্বতি: བློ་བཟང་མཁས་མཆོག, ওয়াইলি: blo bzang mkhas mchog) (১৭৩৬-১৭৯২) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের তেষট্টিতম দ্গা'-ল্দান-খ্রি-পা বা প্রধান ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী

ব্লো-ব্জাং-ম্খাস-ম্ছোগ ১৭৩৬ খ্রিষ্টাব্দে মধ্য তিব্বতের 'ফেন-য়ুল (ওয়াইলি: 'phen yul) অঞ্চলে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ছিল ব্সাম-গ্রুব-ত্শে-রিং (ওয়াইলি: bsam grub tshe ring) এবং মাতার নাম ছিল আ-সো (ওয়াইলি: a so)। ছোট বেলায় বাড়ি থেকে পালিয়ে তিনি সে-রা বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভের উদ্দেশ্যে ভর্তি হন। ঙ্গাগ-দ্বাং-ত্শুল-খ্রিম্স (ওয়াইলি: ngag dbang tshul khrims) নামক একষট্টিতম দ্গা'-ল্দান-খ্রি-পা, ঙ্গাগ-দ্বাং-ব্যাম্স-পা (ওয়াইলি: ngag dbang byams pa) নামক প্রথম ফুর-ল্চোগ (ওয়াইলি: phur lcog), ঙ্গাগ-দ্বাং-'ফ্রিন-লাস-দ্পাল-ব্জাং (ওয়াইলি: ngag dbang 'phrin las dpal bzang) নামক ষষ্ঠ ল্চাগ্স-রা-স্প্রুল-স্কু (ওয়াইলি: lcags ra sprul sku) প্রভৃতি বিখ্যাত লামারা তাঁর উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন। গ্যুতো তন্ত্র মহাবিদ্যালয়ে শিক্ষালাভের পর তিনি এই মহাবিদ্যালয় ও দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের শার-র্ত্সে (ওয়াইলি: shar rtse) মহাবিদ্যালয়ের প্রধানের দায়িত্ব লাভ করেন। ১৭৯২ খ্রিষ্টাব্দে তিনি দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের তেষট্টিতম প্রধানের দায়িত্ব লাভ করেন কিন্তু মাত্র ছয় মাস পরেই তাঁর মৃত্যু হয়।

তথ্যসূত্র

পূর্বসূরী
ব্লো-ব্জাং-স্মোন-লাম
ব্লো-ব্জাং-ম্খাস-ম্ছোগ
তেষট্টিতম দ্গা'-ল্দান-খ্রি-পা
উত্তরসূরী
ব্লো-ব্জাং-ব্ক্রা-শিস
The contents of this page are sourced from Wikipedia article. The contents are available under the CC BY-SA 4.0 license.