Krishna Dhar

Indian writer
The basics

Quick Facts

IntroIndian writer
PlacesIndia
isWriter
Work fieldLiterature
Gender
Male
Birth1 February 1928
Age97 years
Star signAquarius
Education
Scottish Church College
University of Calcutta
The details

Biography

কৃষ্ণ ধর (ইংরেজি: Krishna Dhar) ( ১ ফেব্রুয়ারি, ১৯২৮-১২ অক্টোবর ২০২২) বিশ শতকের পাঁচের ও ছয়ের দশকের একজন বিশিষ্ট বাঙালি কবি-সাহিত্যিক ও সাংবাদিক।

সংক্ষিপ্ত জীবনী

কৃষ্ণ ধরের জন্ম ১৯২৮ খ্রিস্টাব্দের ১ লা ফেব্রুয়ারি বৃটিশ ভারতের অধুনা বাংলাদেশের ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জের কমলপুর গ্রামে। তিনি কিশোরগঞ্জেরই বাজিতপুর এইচ ই হাই স্কুল থেকে ১৯৪৩ খ্রিস্টাব্দে ম্যাট্রিক, ব্রাহ্মণবাড়িয়ার ফেনী কলেজ থেকে ১৯৪৫ খ্রিস্টাব্দে আই. এ পাশ করে কলকাতায় আসেন। স্কটিশ চার্চ কলেজ থেকে অর্থশাস্ত্রে স্নাতক হন। ১৯৪৯ খ্রিস্টাব্দে বাংলা সাহিত্যে [কলকাতা বিশ্ববিদ্যালয়] থেকে এম.এ পাশ করেন।

কর্মজীবন

কলকাতার দেশবন্ধু গার্লস কলেজে অধ্যাপনা দিয়ে কর্মজীবন শুরু করেন। কিন্তু ১৯৫২ খ্রিস্টাব্দে কলকাতা হতে প্রকাশিত বাংলা দৈনিক "যুগান্তর" পত্রিকার সহ-সম্পাদক হন। ১৯৯০ খ্রিস্টাব্দ হতে ১৯৯২ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি দৈনিক বসুমতীর সম্পাদক ছিলেন। সাংবাদিকতা বিষয়ে অধ্যাপনা ও করেছেন সুরেন্দ্রনাথ কলেজে, কলকাতা বিশ্ববিদ্যালয়ে ও ভারতীয় বিদ্যাভবনে।

সাহিত্যকর্ম

বাংলা সাহিত্য নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে পড়াশোনার সময়ই তিনি লেখালেখি শুরু করেন। এম.এ পাশের আগেই ১৯৪৮ খ্রিস্টাব্দে তার প্রথম কাব্যগ্রন্থ "অঙ্গীকার" প্রকাশিত হয়। তারপর অধ্যাপনা ও সাংবাদিকতার সাথে সাথে সাহিত্যচর্চা করেছেন সমানভাবে। কবিতার পাশাপাশি কাব্যনাটক, ভ্রমণকাহিনী, সাংবাদিকতার অভিজ্ঞতা নিজের ধারণা রচনাসম্ভারে ঠাঁই হয়েছে। কৃষ্ণ ধরের রচনা সম্পর্কে বিশিষ্ট সাহিত্য সমালোচক শিশির কুমার দাশ মন্তব্য করেছেন -

‘সুমিত শব্দচয়ন, রূপময় চিত্রকল্প রচনা এবং সূক্ষ্ম ভাবাবেশ কবিতাগুলির প্রধান আকর্ষণ। কাব্যনাট্যে তার বিশিষ্টতা বিদগ্ধ মহলে স্বীকৃত।’

তার উল্লেখযোগ্য গ্রন্থগুলির হল-

কবিতা ও কাব্যনাটক -

  • 'অঙ্গীকার' (১৯৪৮)
  • 'প্রথম ধরেছে কলি' (১৯৫৬)
  • 'এ জন্মের নায়ক' (১৯৬১)
  • 'এক রাত্রির জন্য' (১৯৬৭)

সাহিত্য বিষয়ক -

  • 'আধুনিক কবিতার উৎস' (১৯৬১)
  • 'সাহিত্যের সাজঘর' (২০১৫)

ভ্রমণকাহিনী -

  • 'মস্কো থেকে দেখা' (১৯৭৪)
  • 'অন্য দেশ অন্য নগর' (১৯৮১)

ইতিহাস -

  • 'মুক্তিযুদ্ধে বাংলাদেশ' (১৯৭১)
  • 'ভারতের মুক্তি সংগ্রামে বাঙালি' (১৯৯৭)
  • 'কলকাতা তিন শতক'(১৯৮৯)

সাংবাদিকতা -

  • 'সাংবাদিকতার দর্শন: আদর্শ ও বিচ্যুতি' (২০০৩)

সম্মাননা

সাহিত্যচর্চার জন্য কবি কৃষ্ণ ধর বিভিন্ন সময়ে বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। ২০০৪ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সরকার কবিকে নজরুল পুরস্কার প্রদান করে।

তথ্যসূত্র

The contents of this page are sourced from Wikipedia article on 10 Nov 2023. The contents are available under the CC BY-SA 4.0 license.