Biography
Lists
Also Viewed
Quick Facts
Intro | Tibetan Buddhist leader, 39th Ganden Tripa | |
Places | Tibet | |
is | Buddhist monk | |
Work field | Religion | |
Gender |
|
Biography
দ্কোন-ম্ছোগ-ছোস-ব্জাং (তিব্বতি: དཀོན་མཆོག་ཆོས་བཟང, ওয়াইলি: dkon mchog chos bzang) (১৫৮৬-১৬৭৩) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের উনচল্লিশতম দ্গা'-ল্দান-খ্রি-পা বা প্রধান ছিলেন।
সংক্ষিপ্ত জীবনী
দ্কোন-ম্ছোগ-ছোস-ব্জাং ১৫৮৬ খ্রিষ্টাব্দে তিব্বতের স্তোদ-লুং-ছু-ব্জাং (ওয়াইলি: stod lung chu bzang) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তিনি ছু-ব্জাং (ওয়াইলি: chu bzang) বৌদ্ধবিহার, দ্রেপুং বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ের স্গো-মাং (ওয়াইলি: sgo mang) মহাবিদ্যালয় এবং গ্যুতো মহাবিদ্যালয়ে শিক্ষালাভ করেন। শিক্ষা শেষ করে তিনি গ্যুতো মহাবিদ্যালয়ে এবং দ্গা'-ল্দান বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ের শার-র্ত্সে (ওয়াইলি: shar rtse) মহাবিদ্যালয়ে অধ্যাপনা করেন। ১৬৪৮ খ্রিষ্টাব্দে তিনি দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের উনচল্লিশতম প্রধান হিসেবে নির্বাচিত হন এবং সাত বছর এই পদে থাকেন। অবসরের পর তিনি জীবনের শেষ বছরগুলি মাল-গ্রো-রিন-ছেন-গ্লিং (ওয়াইলি: mal gro rin chen gling) এবং ব্দে-ছেন-গ্সাং-স্ঙ্গাগ্স-ম্খার (ওয়াইলি: bde chen gsang sngags mkhar) বৌদ্ধবিহারে অধ্যাপনা করে কাটান।
তথ্যসূত্র
পূর্বসূরী ব্স্তান-পা-র্গ্যাল-ম্ত্শান | দ্কোন-ম্ছোগ-ছোস-ব্জাং উনচল্লিশতম দ্গা'-ল্দান-খ্রি-পা | উত্তরসূরী দ্পাল-ল্দান-র্গ্যাল-ম্ত্শান |