Biography
Also Viewed
Quick Facts
Gender |
| ||
Religion: | Tibetan buddhism Gelug | ||
Birth | 1797 | ||
Death | 1831 (aged 34 years) | ||
Positions Held |
|
Biography
ফান-ব্দে'ই-দ্বাং-ফ্যুগ-ম্খাস-ব্ত্সুন-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: phan bde'i dbang phyug mkhas btsun rgya mtsho) (১৭৯৭-১৮৩১) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের পঞ্চম ঝাব্স-দ্রুং-দ্কার-পো (ওয়াইলি: zhabs drung dkar po) উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন।
সংক্ষিপ্ত জীবনী
ফান-ব্দে'ই-দ্বাং-ফ্যুগ-ম্খাস-ব্ত্সুন-র্গ্যা-ম্ত্শো ১৭৯৭ খ্রিষ্টাব্দে তিব্বতের আমদো অঞ্চলের দ্ঙ্গুল-র্বা (ওয়াইলি: dngul rwa) নামক স্থানে জন্মগ্রহণ করেন। সপ্তম পাঞ্চেন লামা তাকে ব্লো-ব্জাং-থুব-ব্স্তান-দ্গে-লেগ্স-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: blo bzang thub bstan dge legs rgyal mtshan) নামক চতুর্থ ঝাব্স-দ্রুং-দ্কার-পো (ওয়াইলি: zhabs drung dkar po) উপাধিধারী বৌদ্ধ লামার পুনর্জন্ম রূপে চিহ্নিত করেন। তিনি ম্দা'-ব্ঝি (ওয়াইলি: mda' bzhi) অঞ্চলে মঙ্গোল বাহিনীর আক্রমণ প্রতিরোধ করার জন্য সফল ভাবে মধ্যস্থতা করেছিলেন।
তথ্যসূত্র
পূর্বসূরী ব্লো-ব্জাং-থুব-ব্স্তান-দ্গে-লেগ্স-র্গ্যাল-ম্ত্শান | ফান-ব্দে'ই-দ্বাং-ফ্যুগ-ম্খাস-ব্ত্সুন-র্গ্যা-ম্ত্শো পঞ্চম ঝাব্স-দ্রুং-দ্কার-পো | উত্তরসূরী ঙ্গাগ-দ্বাং-ম্ছোগ-গ্রুব-ব্স্তান-পা'ই-র্গ্যাল-ম্ত্শান |