Jedrung Jamyang Shenyin

The basics

Quick Facts

Gender
Male
Religion:Tibetan buddhism Gelug
Birth1502
The details

Biography

'জাম-দ্ব্যাংস-ব্শেস-গ্ন্যেন (ওয়াইলি: 'jam dbyangs bshes gnyen) (১৫০২-১৫৬৯) তিব্বতের খাম্স অঞ্চলে অবস্থিত ছাব-ম্দো-ছোস-'খোর-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারের (ওয়াইলি: chab mdo chos 'khor byams pa gling) একাদশ প্রধান ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী

'জাম-দ্ব্যাংস-ব্শেস-গ্ন্যেন ১৫০২ খ্রিষ্টাব্দে তিব্বতের র্দ্জা-স্তোদ-স্প্যে-'দু-গ্রোং-মো-ছে-গ্যিং-থাং (ওয়াইলি: rdza stod spye 'du grong mo che gying thang) নামক স্থানে জন্মগ্রহণ করেন। বারো বছর বয়স হলে কা-জ্লা-ছোস-র্জে-ল্হুন-গ্রুব-ব্জাং-পো (ওয়াইলি: ka zla chos rje lhun grub bzang po) নামক বৌদ্ধ ভিক্ষু তাকে শিক্ষার্থীর শপথ প্রদান করেন। এরপর তিনি ছাব-ম্দো-ছোস-'খোর-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারে শিক্ষালাভের জন্য ভর্তি হন। সেখানে কুন-দ্গা'-দ্পাল-ল্দান (ওয়াইলি: kun dga' dpal ldan) নামক ঐ বিহারের ষষ্ঠ প্রধান তাকে শিক্ষাদান করেন। তিনি গুং-রু-ম্খান-ব্লো-গ্রোস-'ওদ-জের (ওয়াইলি: gung ru mkhan po blo gros 'od zer) নামক বৌদ্ধ ভিক্ষুর নিকট হতে ভিক্ষুর শপথ গ্রহণ করেন। ১৫৬৬ খ্রিষ্টাব্দে তিনি এই বিহারের একাদশ প্রধান হিসেবে দায়িত্ব লাভ করেন। ১৫৬৮ খ্রিষ্টাব্দে তিনি রু-জো (ওয়াইলি: ru zo) বৌদ্ধবিহার স্থাপন করেন।

তথ্যসূত্র

পূর্বসূরী
শেস-রাব-দ্বাং-পো
'জাম-দ্ব্যাংস-ব্শেস-গ্ন্যেন
ছাব-ম্দো-ছোস-'খোর-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারের একাদশ প্রধান
উত্তরসূরী
ল্হা-দ্বাং-ছোস-ক্যি-র্গ্যাল-ম্ত্শান
The contents of this page are sourced from Wikipedia article on 12 Apr 2024. The contents are available under the CC BY-SA 4.0 license.