Biography
Lists
Also Viewed
Quick Facts
was | Writer | |
Work field | Literature | |
Gender |
| |
Religion: | Tibetan buddhism Gelug | |
Birth | 1825 | |
Death | 1901 (aged 76 years) |
Biography
ব্যাম্স-পা-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: byams pa rgya mtsho) (১৮২৫-১৯০১) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের তৃতীয় ফুর-ল্চোগ (ওয়াইলি: phur lcog) উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন।
সংক্ষিপ্ত জীবনী
ব্যাম্স-পা-র্গ্যা-ম্ত্শো ১৮২৫ খ্রিষ্টাব্দে তিব্বতের খামস অঞ্চলের র্দ্জা-ছু-আ'ওর-তোগ (ওয়াইলি: rdza chu a'or tog) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ব্যাম্স-ছোস (ওয়াইলি: byams chos) এবং মাতার নাম ছিল ত্শে-রিং-স্গ্রোল-দ্কার (ওয়াইলি: tshe ring sgrol dkar)। পাঁচ বছর বয়সে তাকে ব্লো-ব্জাং-ব্যাম্স-পা (ওয়াইলি: blo bzang byams pa) নামক দ্বিতীয় ফুর-ল্চোগ (ওয়াইলি: phur lcog) উপাধিধারী বৌদ্ধ লামার পুনর্জন্ম রূপে চিহ্নিত করে ফুর-বু-ল্চোগ আশ্রমে (ওয়াইলি: phur lcog ri khrod) নিয়ে গিয়ে প্রধানের দায়িত্ব দেওয়া হয়। দশ বছর বয়সে তিনি সে-রা বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভের উদ্দেশ্যে ভর্তি হন। এই সময় সপ্তম পাঞ্চেন লামা তাকে শিক্ষার্থীর শপথ প্রদান করেন। এই সময় গ্রাগ্স-পা-ব্র্ত্সোন-'গ্রুস (ওয়াইলি: grags pa brtson 'grus) নামক এক পণ্ডিতের নিকট তিনি শিক্ষালাভ করেন। কুড়ি বছর বয়স হলে সপ্তম পাঞ্চেন লামা তাকে ভিক্ষুর শপথ প্রদান করেন। সায়ত্রিশ বছর বয়সে তিনি দ্বাদশ দলাই লামার শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিপ্পান্ন বছর বয়সে তিনি ত্রয়োদশ দলাই লামার শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং তাকে ভিক্ষুর শপথ প্রদান করেন। ব্যাম্স-পা-র্গ্যা-ম্ত্শো ১৮৮২ খ্রিষ্টাব্দ থেকে পরবর্তী কয়েক বছর তিনি ফুর-বু-ল্চোগ আশ্রমের ব্যাপক সংস্কার সাধন করেন।
তথ্যসূত্র
আরো পড়ুন
- Cabezón, José Ignacio. 2006. The Hermitages of Sera. Charlottesville: The Tibetan and Himalayan Digital Library, pp. 103–104.