Jagannath Singh Patar

Leader of Chuar Rebellion
The basics

Quick Facts

IntroLeader of Chuar Rebellion
wasRevolutionary
Work fieldActivism Military
Gender
Male
Birth27 September 1744, Dhalbhum subdivision
Death5 April 1790Dhalbhum subdivision (aged 45 years)
Star signLibra
Family
Relatives:Raghunath Singh
The details

Biography

জগন্নাথ সিং (২৭ সেপ্টেম্বর ১৭৪৪ - ৫ এপ্রিল ১৭৯০) একজন ভারতীয় বিপ্লবী এবং চুয়ার বিদ্রোহের একজন মহান নেতা ছিলেন। তিনি ১৭৬৬ সালে বেঙ্গল প্রেসিডেন্সিতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রথম বিদ্রোহ করেন। অনেক ঐতিহাসিক তাকে জগন্নাথ পাতার বলে উল্লেখ করেছেন।

জগন্নাথ সিং

বিদ্রোহ

১৭৬৫ সালে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম বাংলার জঙ্গলমহল জেলায় রাজস্ব সংগ্রহ শুরু করে, তখন চুয়াররা (ভূমিজ) প্রত্যাখ্যান করে এবং তাদের বিরুদ্ধে বিদ্রোহ করে। ১৭৬৬ সালে, জগন্নাথ সিংয়ের নেতৃত্বে জঙ্গলমহলের ধলভূম, মানভূম, মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায় এই আদিবাসী বিদ্রোহ শুরু হয়।

জঙ্গলমহলের ভূমিজদের বলা হত চুয়ার (অর্থাৎ শূকর)। তাদের মধ্যে কেউ কেউ জমিদার হয়েছিলেন এবং নিজেদেরকে রাজা বা সর্দার বলে ডাকতেন। ব্রিটিশ শাসনামলে তাদের বিদ্রোহকে চুয়ার বিদ্রোহ বলা হয়।জগন্নাথ সিং ধলভূমের ঘাটশিলার দামপাড়ার জমিদার ছিলেন। তিনি তার ৫,০০০ অনুসারীদের নিয়ে ব্রিটিশ কোম্পানি কর্তৃক বর্ধিত রাজস্ব সংগ্রহের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেন। জগন্নাথ তার পুত্র বৈদ্যনাথ সিং সহ জঙ্গল মহলের অন্যান্য ভূমিজ জমিদারদের সাহায্যে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন, যেমন সুবল সিং, শ্যাম গঞ্জাম সিং, লক্ষ্মণ সিং এবং অন্যান্য। পরে তার নাতি রঘুনাথ সিং বিদ্রোহের নেতৃত্ব দেন এবং ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেন।

ধলভূমের রাজা জগন্নাথ ধল ১৭৬৭ সালে ধল বিদ্রোহের সময়ও তিনি প্রধান ভূমিকা পালন করেছিলেন।

আরও দেখুন

  • চুয়াড় বিদ্রোহ
  • রঘুনাথ সিং
  • দুর্জন সিং

তথ্যসূত্র

The contents of this page are sourced from Wikipedia article on 30 Jan 2024. The contents are available under the CC BY-SA 4.0 license.