Habibullah Pathan

Museologists from Bangladesh
The basics

Quick Facts

IntroMuseologists from Bangladesh
PlacesBangladesh
isMuseologist
Work fieldSocial science
Gender
Male
BirthNarsingdi District, Bangladesh
The details

Biography

হাবিবুল্লাহ পাঠান (জন্ম ৭ ফেব্রুয়ারি ১৯৩৯) একজন বাংলাদেশি প্রত্ন সংগ্রাহক ও গবেষক। প্রত্নতত্ত্বে বিশেষ অবদানের জন্য ২০০৯ সালে বাংলা একাডেমি তাকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে।

জীবনী

হাবিবুল্লাহ ১৯৩৯ সালের ৭ ফেব্রুয়ারি নরসিংদী জেলার বেলাবো উপজেলার বটেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হানিফ পাঠান ও মাতা সেলিনা বেগম। হানিফ পাঠান ছিলেন একজন লোকসাহিত্য সংগ্রাহক ও গবেষক। বাংলাদেশের প্রাচীন দুর্গনগরী ও প্রত্নতাত্ত্বিক স্থান উয়ারী-বটেশ্বরকে জনসমক্ষে তুলে ধরার জন্য সর্বাধিক পরিচিত। তিনি বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক প্রবাদ সংগ্রহ ও মূল্যায়ন করেছেন। পিতার হাত ধরে হাবিবুল্লাহ প্রত্ন সংগ্রাহক ও গবেষণায় আগ্রহী হয়ে উঠেন। ১৯৫৫ সালে অষ্টম শ্রেণীতে পড়াবস্থায় তিনি পিতার সাথে উয়ারী-বটেশ্বর প্রত্নস্থলের গবেষণায় সাহায্য করা শুরু করেন। তাদের প্রচেষ্টায় ১৯৬৬ সালে প্রথম এ অঞ্চলে প্রত্নতাত্ত্বিক জরিপ করা হয় এবং এরই প্রেক্ষিতে ২০০০ সালে উয়ারী-বটেশ্বর খননেন কাজ শুরু হয়।

হানিফ ‘বটেশ্বর প্রত্ন সংগ্রহশালা ও গ্রন্থাগার’ নামে একটি জাদুঘর প্রতিষ্ঠা করেন। ১৯৮৯ সালে হানিফের মৃত্যুর পর থেকে হাবিবুল্লাহ ব্যক্তিগত উদ্যোগে জাদুঘরটি পরিচালনা করছেন। জাদুঘরে তিন হাজার বছরের বিভিন্ন সরঞ্জাম ছাড়াও এ অঞ্চলে প্রাপ্ত বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নির্দেশন রয়েছে। এছাড়াও রয়েছে দুষ্প্রাপ্য বই, ঐতিহাসিক সাময়িকী ও স্মারক।

গ্রন্থ

সুফী মোস্তাফিজুর রহমান ও হাবিবুল্লাহ লিখিত ‘উয়ারী-বটেশ্বর: শেকড়ের সন্ধানে’ নামক গবেষণাগ্রন্থ বইটি ২০১৩ প্রথম আলো বর্ষসেরা বই পুরস্কার লাভ করে।

তথ্যসূত্র

  1. মুহাম্মদ হাবিবুল্লাহ পাঠান রচিত বাংলা প্রবাদে লোককাহিনী গ্রন্থের লেখক পরিচিত দ্রষ্টব্য
  2. "পাঠান, মুহম্মদ হানিফ"বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৯ 
  3. "উপমহাদেশের দ্বিতীয় নগর সভ্যতা উয়ারি-বটেশ্বর"ইত্তেফাক। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৯ 
  4. "বর্ষসেরা বইয়ের পুরস্কার আজ"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২০ 

বহিঃসংযোগ

The contents of this page are sourced from Wikipedia article on 23 Apr 2020. The contents are available under the CC BY-SA 4.0 license.