Gyurme Dechen

The basics

Quick Facts

wasWriter
Work fieldLiterature
Gender
Male
Religion:Tibetan buddhism
Birth1540
Death1615 (aged 75 years)
The details

Biography

শিক্ষাদানরত 'গ্যুর-মেদ-ব্দে-ছেন

'গ্যুর-মেদ-ব্দে-ছেন (ওয়াইলি: 'gyur med bde chen) (১৫৪০-১৬১৫) তিব্বতী বৌদ্ধধর্মের জো-নাং ধর্মসম্প্রদায়ের একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী

'গ্যুর-মেদ-ব্দে-ছেন তিব্বতের বহু বিখ্যাত পণ্ডিতের নিকট শিক্ষালাভ করেন। তিনি রত্নভদ্র নামক জো-নাং সম্প্রদায়ের বিখ্যাত পণ্ডিতের নিকট মার্গফল ও কালচক্র সম্বন্ধে, ব্সোদ-নাম্স-র্ত্সে-মো (ওয়াইলি: bsod nam rtse mo) নামক সা-স্ক্যা ধর্মসম্প্রদায়ের পণ্ডিতের নিকট মার্গফল ও নিগুমার ছয় যোগ সম্বন্ধে, কুন-দ্গা'-গ্রোল-ম্ছোগ (ওয়াইলি: kun dga' grol mchog) নামক পণ্ডিতের নিকট হেবজ্র তন্ত্র ও নিগুমার ছয় যোগ সম্বন্ধে অধ্যয়ন করেন। তিনি নাম-ম্খা'-ত্শে-দ্বাং-ফুন-ত্শোগ্স (ওয়াইলি: nam mkha' tshe dbang phun tshogs) নামক ব্যাং অঞ্চলের শাসনকর্তার পৃষ্ঠপোষকতা লাভ করেন। তিনি বেশ কিছু গ্রন্থ রচনা করেন যার মধ্যে উল্লেখযোগ্য হল থাং-স্তোং-র্গ্যাল-পো (ওয়াইলি: nthang stong rgyal po) নামক বিখ্যাত পণ্ডিতের জীবনী। তার তিনজন উল্লেখযোগ্য শিষ্য ছিলেন ঙ্গাগ-দ্বাং-ছস-গ্রাগ্স (ওয়াইলি: ngag dbang chos grags), ব্স্তান-'দ্জিন-নোর-বু (ওয়াইলি: bstan 'dzin nor bu) নামক তৃতীয় য়োল-মো-স্প্রুল-স্কু (ওয়াইলি: yol mo sprul sku) এবং স্তাগ-ত্শাং-লো-ত্সা-বা-রত্ন-সেং-গে (ওয়াইলি: stag tshang lo tsA ba ratna seng ge)

তথ্যসূত্র

The contents of this page are sourced from Wikipedia article on 12 Apr 2024. The contents are available under the CC BY-SA 4.0 license.