Bireswar Sarkar

Indian musician
The basics

Quick Facts

IntroIndian musician
PlacesIndia
isMusician Composer Film producer
Work fieldFilm, TV, Stage & Radio Music
Gender
Male
The details

Biography

বীরেশ্বর সরকার বা বি সরকার (২৯ মার্চ ১৯৩৫ - ৪ সেপ্টেম্বর ২০০৪) ছিলেন ভারতীয় বাঙালি চলচ্চিত্র প্রযোজক, গীতিকার ও সুরকার। মাত্র তিনটি বাংলা চলচ্চিত্র প্রযোজনার ও হাতে গোনা কয়েকটি গানের জন্য বাংলা ছায়াছবির জগতে স্মরণীয় হয়ে আছেন তিনি।

বীরেশ্বর সরকার বৃটিশ ভারতে ১৯৩৫ খ্রিস্টাব্দের ২৯ মার্চ জন্ম গ্রহণ করেন। পারিবারিক ব্যবসা কলকাতা শহরে সোনা-জহরতের। কিন্তু সঙ্গীতের প্রতি অনুরাগ আর চলচ্চিত্রের প্রতি ছিল অগাধ ভালোবাসা। তবে তাঁর মধ্যে ছিল বড় একগুঁয়েমি ভাব। তিনি নিজের প্রযোজিত ছবি ছাড়া অন্য কারো ছবিতে কাজ করবেন না। আর হাজার অনুরোধ সত্বেও কাজ করেননিও। বীরেশ্বর সরকারের সোনা দোকানের উপরে থাকতেন দ্বিজেন মুখোপাধ্যায়। তাঁর সঙ্গে বীরেশ্বরের গভীর বন্ধুত্ব ছিল। তাঁর অনুরোধেও তিনি অন্যের ছবিতে সুর না দেওয়ার প্রতিজ্ঞা থেকে সরে আসেন নি। দ্বিজেন ছাড়াও সুরকার সুধীন দাশগুপ্ত ও রতু মুখোপাধ্যায়ের সাথেও ছিল তাঁর দারুণ বন্ধুত্ব। বীরেশ্বরের এক গুয়েমির কারণে তার বেশি অবদান তেমন নেই বললেই চলে। তবে হেমন্ত মুখোপাধ্যায়, কিশোর কুমার, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, প্রমুখ স্বনামধন্য গায়ক গায়িকা তাঁর সুরে কণ্ঠ দিয়েছেন। আর তাতেই সৃষ্টি হয়েছিল 'কে জানে ক' ঘণ্টা', 'বৃষ্টি বৃষ্টি বৃষ্টি এ কোন অপরূপ সৃষ্টি', 'আমার নাম এন্টনি', 'হতাম যদি তোতাপাখি', 'আহা কি দারুণ দেখতে', বা 'এক যে ছিল রাজকন্যে' মতো কালজয়ী গান, যা আজো সমানভাবে জনপ্রিয়। ছবির গল্প ও চিত্রনাট্য রচনাও তিনিই করতেন। যে তিনটি ছবি তিনি প্রযোজনা করেন সেগুলি হল -

  • সোনার খাঁচা (১৯৭৩),
  • মাদার (১৯৭৯) এবং
  • রাজনর্তকী (১৯৯১)

নিম্নের চলচ্চিত্র অনুযায়ী সমস্ত গানগুলির সুরকার ছিলেন তিনি -

গানসঙ্গীত শিল্পীগীতিকারচলচ্চিত্র
শুধু ভালবাসা দিয়েহেমন্ত মুখোপাধ্যায়পুলক বন্দ্যোপাধ্যায়সোনার খাঁচা
যা উড়ে যাহেমন্ত মুখোপাধ্যায়সুধীন দাশগুপ্তসোনার খাঁচা
কে জানে ক ঘণ্টাহেমন্ত মুখোপাধ্যায়পুলক বন্দ্যোপাধ্যায়সোনার খাঁচা
যা যা ভুলে যালতা মঙ্গেশকরবীরেশ্বর সরকারসোনার খাঁচা
বৃষ্টি বৃষ্টি বৃষ্টিলতা মঙ্গেশকরবীরেশ্বর সরকারসোনার খাঁচা
ওরে আমার মনদ্বিজেন মুখোপাধ্যায়বীরেশ্বর সরকারসোনার খাঁচা
হতাম যদি তোতাপাখিলতা মঙ্গেশকরবীরেশ্বর সরকারমাদার
এই বৃষ্টিতে ভিজে মাঠেলতা মঙ্গেশকরবীরেশ্বর সরকারমাদার
হাজার তারার আলোয়লতা মঙ্গেশকরবীরেশ্বর সরকারমাদার
আমার নাম এন্টনিকিশোর কুমারপুলক বন্দ্যোপাধ্যায়মাদার
এক যে ছিল রাজপুত্তুরকিশোর কুমারপুলক বন্দ্যোপাধ্যায়মাদার
আহা কী দারুণ দেখতেকিশোর কুমারবীরেশ্বর সরকারমাদার
আমার তুমি আছোমীনা মুখোপাধ্যায়পুলক বন্দ্যোপাধ্যায়মাদার
এসো হে সুন্দরমীনা মুখোপাধ্যায়পুলক বন্দ্যোপাধ্যায়মাদার
আমি আর স্বপ্ন দেখব নালতা মঙ্গেশকরবীরেশ্বর সরকাররাজনর্তকী
হরি হরি হরি হরি বোললতা মঙ্গেশকরবীরেশ্বর সরকাররাজনর্তকী
সেই যদি স্বপনে এলেলতা মঙ্গেশকরবীরেশ্বর সরকাররাজনর্তকী
হরি বোলহেমন্ত মুখোপাধ্যায়বীরেশ্বর সরকাররাজনর্তকী

জীবনাবসান

প্রতিভাবান সুরকার বীরেশ্বর সরকার ২০০৪ খ্রিস্টাব্দের ৪ঠা সেপ্টেম্বর প্রয়াত হন।

তথ্যসূত্র

The contents of this page are sourced from Wikipedia article on 23 Sep 2024. The contents are available under the CC BY-SA 4.0 license.