Biography
Lists
Also Viewed
Quick Facts
Intro | Indian musician | |
Places | India | |
is | Musician Composer Film producer | |
Work field | Film, TV, Stage & Radio Music | |
Gender |
|
Biography
বীরেশ্বর সরকার বা বি সরকার (২৯ মার্চ ১৯৩৫ - ৪ সেপ্টেম্বর ২০০৪) ছিলেন ভারতীয় বাঙালি চলচ্চিত্র প্রযোজক, গীতিকার ও সুরকার। মাত্র তিনটি বাংলা চলচ্চিত্র প্রযোজনার ও হাতে গোনা কয়েকটি গানের জন্য বাংলা ছায়াছবির জগতে স্মরণীয় হয়ে আছেন তিনি।
বীরেশ্বর সরকার বৃটিশ ভারতে ১৯৩৫ খ্রিস্টাব্দের ২৯ মার্চ জন্ম গ্রহণ করেন। পারিবারিক ব্যবসা কলকাতা শহরে সোনা-জহরতের। কিন্তু সঙ্গীতের প্রতি অনুরাগ আর চলচ্চিত্রের প্রতি ছিল অগাধ ভালোবাসা। তবে তাঁর মধ্যে ছিল বড় একগুঁয়েমি ভাব। তিনি নিজের প্রযোজিত ছবি ছাড়া অন্য কারো ছবিতে কাজ করবেন না। আর হাজার অনুরোধ সত্বেও কাজ করেননিও। বীরেশ্বর সরকারের সোনা দোকানের উপরে থাকতেন দ্বিজেন মুখোপাধ্যায়। তাঁর সঙ্গে বীরেশ্বরের গভীর বন্ধুত্ব ছিল। তাঁর অনুরোধেও তিনি অন্যের ছবিতে সুর না দেওয়ার প্রতিজ্ঞা থেকে সরে আসেন নি। দ্বিজেন ছাড়াও সুরকার সুধীন দাশগুপ্ত ও রতু মুখোপাধ্যায়ের সাথেও ছিল তাঁর দারুণ বন্ধুত্ব। বীরেশ্বরের এক গুয়েমির কারণে তার বেশি অবদান তেমন নেই বললেই চলে। তবে হেমন্ত মুখোপাধ্যায়, কিশোর কুমার, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, প্রমুখ স্বনামধন্য গায়ক গায়িকা তাঁর সুরে কণ্ঠ দিয়েছেন। আর তাতেই সৃষ্টি হয়েছিল 'কে জানে ক' ঘণ্টা', 'বৃষ্টি বৃষ্টি বৃষ্টি এ কোন অপরূপ সৃষ্টি', 'আমার নাম এন্টনি', 'হতাম যদি তোতাপাখি', 'আহা কি দারুণ দেখতে', বা 'এক যে ছিল রাজকন্যে' মতো কালজয়ী গান, যা আজো সমানভাবে জনপ্রিয়। ছবির গল্প ও চিত্রনাট্য রচনাও তিনিই করতেন। যে তিনটি ছবি তিনি প্রযোজনা করেন সেগুলি হল -
- সোনার খাঁচা (১৯৭৩),
- মাদার (১৯৭৯) এবং
- রাজনর্তকী (১৯৯১)
নিম্নের চলচ্চিত্র অনুযায়ী সমস্ত গানগুলির সুরকার ছিলেন তিনি -
গান | সঙ্গীত শিল্পী | গীতিকার | চলচ্চিত্র | |
---|---|---|---|---|
শুধু ভালবাসা দিয়ে | হেমন্ত মুখোপাধ্যায় | পুলক বন্দ্যোপাধ্যায় | সোনার খাঁচা | |
যা উড়ে যা | হেমন্ত মুখোপাধ্যায় | সুধীন দাশগুপ্ত | সোনার খাঁচা | |
কে জানে ক ঘণ্টা | হেমন্ত মুখোপাধ্যায় | পুলক বন্দ্যোপাধ্যায় | সোনার খাঁচা | |
যা যা ভুলে যা | লতা মঙ্গেশকর | বীরেশ্বর সরকার | সোনার খাঁচা | |
বৃষ্টি বৃষ্টি বৃষ্টি | লতা মঙ্গেশকর | বীরেশ্বর সরকার | সোনার খাঁচা | |
ওরে আমার মন | দ্বিজেন মুখোপাধ্যায় | বীরেশ্বর সরকার | সোনার খাঁচা | |
হতাম যদি তোতাপাখি | লতা মঙ্গেশকর | বীরেশ্বর সরকার | মাদার | |
এই বৃষ্টিতে ভিজে মাঠে | লতা মঙ্গেশকর | বীরেশ্বর সরকার | মাদার | |
হাজার তারার আলোয় | লতা মঙ্গেশকর | বীরেশ্বর সরকার | মাদার | |
আমার নাম এন্টনি | কিশোর কুমার | পুলক বন্দ্যোপাধ্যায় | মাদার | |
এক যে ছিল রাজপুত্তুর | কিশোর কুমার | পুলক বন্দ্যোপাধ্যায় | মাদার | |
আহা কী দারুণ দেখতে | কিশোর কুমার | বীরেশ্বর সরকার | মাদার | |
আমার তুমি আছো | মীনা মুখোপাধ্যায় | পুলক বন্দ্যোপাধ্যায় | মাদার | |
এসো হে সুন্দর | মীনা মুখোপাধ্যায় | পুলক বন্দ্যোপাধ্যায় | মাদার | |
আমি আর স্বপ্ন দেখব না | লতা মঙ্গেশকর | বীরেশ্বর সরকার | রাজনর্তকী | |
হরি হরি হরি হরি বোল | লতা মঙ্গেশকর | বীরেশ্বর সরকার | রাজনর্তকী | |
সেই যদি স্বপনে এলে | লতা মঙ্গেশকর | বীরেশ্বর সরকার | রাজনর্তকী | |
হরি বোল | হেমন্ত মুখোপাধ্যায় | বীরেশ্বর সরকার | রাজনর্তকী |
জীবনাবসান
প্রতিভাবান সুরকার বীরেশ্বর সরকার ২০০৪ খ্রিস্টাব্দের ৪ঠা সেপ্টেম্বর প্রয়াত হন।