Atulchandra Dutta
Litterateur of Bengal
Intro | Litterateur of Bengal | |
Places | India | |
was | Literary scholar Scholar | |
Work field | Academia Literature | |
Gender |
| |
Birth | 12 April 1875, Boalkhali Upazila, Chattogram District, Chattogram Division, Bangladesh | |
Death | 2 April 1965 (aged 90 years) | |
Star sign | Aries |
অতুলচন্দ্র দত্ত একজন বাঙালি সাহিত্যিক ও উকিল।
অতুলচন্দ্র দত্ত ১৮৭৫ সালের ১২এপ্রিল চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার খরণদ্বীপে জন্মগ্রহণ করেন। তিনি পটিয়া হাই স্কুল থেকে এন্ট্রান্স ও চট্টগ্রাম কলেজ থেকে উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হন। পরবর্তীতে, তিনি আইন পাশ করে চট্টগ্রাম জেলা জর্জ কোর্টে দীর্ঘ ৬০বছর ওকালিত করেন। বিভিন্ন সংবাদ ও পত্রিকায় তার অসংখ্য প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থাবলি হলো: গৃহসুখ, গৃহশিক্ষা, চাইল্ড ন্যাচার (Child Nature)। তিনি একজন নীতিবাদি সাহিত্যিক হিসেবেও পরিচিত। ১৯৬৫ সালের ২ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন।