Biography
Lists
Also Viewed
Quick Facts
Intro | writer and Revolutionary women. | |
A.K.A. | The revolutionary women of the Indian independence movement. | |
A.K.A. | The revolutionary women of the Indian independence movement. | |
Places | India | |
was | Activist Political activist Writer | |
Work field | Activism Literature Politics | |
Gender |
| |
Religion: | Hinduism | |
Birth | 5 February 1894 | |
Death | 13 February 1986Delhi (aged 92 years) |
Biography
আশালতা সেন (৫ ফেব্রুয়ারি ১৮৯৪ - ১৩ ফেব্রুয়ারি ১৯৮৬) ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব, সক্রিয় কর্মী, কবি ও সমাজসেবক এবং অগ্নিযুগের নারী বিপ্লবী।
জন্ম ও পরিবার
আশালতা সেন ১৮৯৪ সালে নোয়াখালী এক উকিল পরিবারে জন্মগ্রহণ করেন। কিন্তু তাঁর পৈতৃক নিবাস ছিল বিক্রমপুর এর বিদগাঁও গ্রামে। । তার পিতার নাম বগলামোহন দাশগুপ্ত ও মাতার নাম মানোদা দাশগুপ্ত। পিতা ছিলেন নোয়াখালী জজ কোর্টের আইনজীবী।
রাজনৈতিক জীবন
আশালতা সেন বাল্যকাল থেকেই সাহিত্যানুরাগ ছিলেন। ১৯০৪ সালে মাত্র দশ বছর বয়সে বঙ্গভঙ্গের বিরুদ্ধে মাসিক পত্রিকা অন্তঃপুর প্রকাশিত করেন এবং তাঁর জাতীয়তাবাদী কবিতা সুধীসমাজের কাছে দৃষ্টি আকর্ষণ করে। তাঁর মাতামহী নবশশী দেবীর উৎসাহ ও অনুপ্রেরণায় আশালতা সেন রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করেন।
মৃত্যু
তিনি ১৯৮৬ সালের ১৩ ফেব্রুয়ারি দিল্লিতে তাঁর পুত্রের বাসভবনে মৃত্যুবরণ করেন।
তথ্যসূত্র
- ↑ কমলা দাশগুপ্ত (জানুয়ারি ২০১৫)। স্বাধীনতা সংগ্রামে বাংলার নারী, অগ্নিযুগ গ্রন্থমালা ৯। কলকাতা: র্যাডিক্যাল ইম্প্রেশন। পৃষ্ঠা ১০৬-১১২। আইএসবিএন 978-81-85459-82-0।
- ↑ সেন, আশালতা "সেন, আশালতা"। বাংলাপিডিয়া। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। সংগ্রহের তারিখ ৫ মে ২০১৪।