Abu Raihan
Bangladeshi Hafej
Intro | Bangladeshi Hafej | |
Places | Bangladesh | |
is | Islamic studies scholar | |
Work field | Religion | |
Gender |
| |
Birth | 2003, Narayanganj, Narayanganj District, Dhaka Division, Bangladesh | |
Age | 21 years |
হাফেজ আবু রায়হান বাংলাদেশের একজন কুরআনের হাফেজ। তিনি ২০১৮ সালে কাতারের তিজান আন-নূর আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা প্রথম স্থান অর্জন করেন।
১৬ বছর বয়সী রায়হানের কোরআন পড়ার সূচনা হয় নারায়নগঞ্জের আড়াইহাজারে মুফতি আবদুল কাইয়ুম কর্তৃক প্রতিষ্ঠিত বল্লভদী আল ইসরাহ একাডেমী মাদ্রাসায়। তিনি কাতারে ২০১৮ সালে তিজান আন নূর আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন। এছাড়াও ক্বেরাত প্রতিযোগিতায়ও চতুর্থ স্থান অর্জন করেছে।