এবিএম সুমন একজন বাংলাদেশী মডেল ও অভিনেতা। মডেলিং এ জনপ্রিয়তা অর্জনের পরে ‘অচেনা হৃদয়’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্রে পদার্পন করেন। সুমন দীর্ঘদিন অস্ট্রেলিয়ায় বসবাস করে ২০১১ সালে অস্ট্রেলিয়া থেকে ঢাকায় আসেন। ২০১৩ সালে "মেঘের কোলে রোদ" নামের একটি টেলিফিল্মে অভিনয় শুরু করেন।
ফিল্মগ্রাফি
চলচ্চিত্র
বছর | শিরোনাম | চরিত্র | পরিচালক | মন্তব্য |
---|
টিবিএ | ঢাকা ১৪৪০ | | দীপঙ্কর দীপন | |
টিবিএ | আদি | | তানিম রহমান অংশু | |
২০২৩ | অন্তর্জাল | এএসপি রায়হান | দীপংকর দীপন | বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র |
এমআর-নাইন | মাসুদ রানা | আসিফ আকবর | কাজী আনোয়ার হোসেনের লেখা ধ্বংস পাহাড় অবলম্বনে |
২০২২ | হৃদিতা | কবির | ইস্পাহানী-আরিফ জাহান | |
বিউটি সার্কাস | রঙ্গলাল | মাহমুদ দিদার | |
২০১৭ | ঢাকা অ্যাটাক | আশফাক হোসেন | দীপংকর দীপন | |
২০১৬ | রুদ্র দ্য গ্যাংস্টার | রুদ্র | সায়েম জাফর ইমামি | |
২০১৫ | অচেনা হৃদয় | রুদ্র | শফিকুল ইসলাম খান | অভিনীত প্রথম চলচ্চিত্র |
ধারাবাহিক
বছর | শিরোনাম | চরিত্র | পরিচালক | মন্তব্য |
---|
২০১৯ | কুয়াশা | | মুস্তফা কামাল রাজ | বায়োস্কোপেরমৌলিক ধারাবাহিক |
২০১৮ | ইন্দুবালা | | অনন্য মামুন | ওয়েব ধারাবাহিক |
তথ্যসূত্র
বহিঃসংযোগ